
বরিশাল-(বাকেরগঞ্জ প্রতিনিধি) : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চলছে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন ও নির্বাচনী আলোচনা সভা। রবিবার ২৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখ বিকেল ৪টা থেকে শুরু করে ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৫টি নির্বাচনীয় অফিস উদ্বোধন করেন উপজেলা জামায়াত ইসলামী।

উপজেলা জামায়াতে ইসলামের নেতাকর্মীদের কে নিয়ে রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজার, বাখরকাটি বাজার, রহমগঞ্জ,শ্যামপুর বাজার,ও ভরপাশা ইউনিয়নের দাদুর হাট, এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন,জামায়েত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী- মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার,
এ সময়ে তিনি আগামীর বাংলাদেশ গড়তে দাড়িপাল্লা মার্কাকে যয়যুক্ত করতে বাকেরগঞ্জ উপজেলা বাসিকে আহব্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়েত ইসলামের আমির অধ্যাপক ফিরোজ আলম সহ- উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক জামায়াতে ইসলামের অন্যান্য নেতাকর্মীরা । দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি হয়।

