গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে শক্তিশালী ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় গত রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

গতকাল ২৬ জানুয়ারি, ২০২৬ তারিখ সোমবার রাত আনুমানিক ৯:৪৮ ঘটিকার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বাইরের বাম পাশে পাকা রাস্তার ওপর একটি হাতে তৈরি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। বিস্ফোরণের বিকট শব্দে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা জোরদার করে।


বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই বিস্ফোরণে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে অপরাধীদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।


বিজ্ঞাপন

ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দুষ্কৃতিকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব জানান, ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পুলিশ ও সেনাবাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছে।

👁️ 36 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *