১২ফার্মেসীতে ফিল্ড সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত

রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : মহাপরিচালক মহোদয়ের নির্দেশে রোববার ঢাকাস্থ মিরপুর-১ ও শ্যামলী এলাকার আনুমানিক ১২ টি ফার্মেসীতে ফিল্ড সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে ড্রাগ লাইসেন্সবিহীন ও ড্রাগ লাইসেন্স নবায়নবিহীন ফার্মেসীর বিষয়ে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে Covid-19 এর চিকিৎসায় ব্যবহৃত ঔষধ, ওরাল স্যালাইন, সুরক্ষা সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, ডিসইনফেকটেন্ট ইত্যাদির পর্যাপ্ত সরবরাহ আছে কিনা,কোন নকল পন্য বিক্রয় করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। যাচাইকালে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ঔষধ ক্রয়ের ইনভয়েস পরিলক্ষিত হয়।
ফার্মেসীসমূহে ঔষধের সরবরাহ ও মূল্য স্বাভাবিক পরিলক্ষিত হয়েছে। সার্ভিল্যান্সের সার্বিক সহযোগিতায় ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সামছু উদ্দিন, জনাব মোঃ মওদুদ আহমেদ ও নাহিন আল আলম।


বিজ্ঞাপন
👁️ 21 News Views