নিজস্ব প্রতিনিধি : সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কতৃক প্রদত্ত ক্ষমতাবলে ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সোহেল চাকমা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি তদারকির উদ্দেশ্যে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাগাজী বাজারে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মোট ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৮০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় মূল্য তালিকা না থাকায় এবং ক্রয়মূল্য থেকে অতিরিক্ত বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে। অভিযান চলাকালীন জনসচেতনতার উদ্দেশ্যে উপস্থিত জনগণের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন সোনাগাজী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং সোনাগাজী মডেল থানার একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

👁️ 23 News Views
