নিজস্ব প্রতিবেদক : সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ব পরিবেশ দিবস, ০৫ জুন ২০২১ উদ্যাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিবেশ অলিম্পিয়াড আগামী ০৪/০৬/২০২১ তারিখ, শুক্রবার, সকাল ১১.০০ ’টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। পরিবেশ অলিম্পিয়াডের লিংকটি অনলাইনে সকাল ১১.০০ টা থেকে বেলা ১২.০০ টা পর্যন্ত ০১ (এক ঘন্টা) খোলা থাকবে। বেলা ১২.০০ ’টার পূর্বে প্রশ্নের উত্তর দাখিল (Submit) করতে হবে। বেলা ১২.০০ ’টায় লিংকটি স্বয়ংক্রিয়ভাবে (Automatically) বন্ধ হয়ে যাবে। অংশগ্রহণকারীর রেজিস্ট্রেশনে প্রদত্ত ইমেইলে আগামী ০৪/০৬/২০২১ তারিখ রোজ শুক্রবার পরিবেশ অলিম্পিয়াড প্রতিযোগিতার লিংকটি প্রেরণ করা হবে।
এ অবস্থায়, ০৪/০৬/২০২১ তারিখ, শুক্রবার, সকাল ১১.০০ ’টায় অনলাইনে অলিম্পিয়াডে অংশ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

👁️ 5 News Views
