মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল মধ্যপাড়া গ্রামে আজ বুধবার ৩০ জুন গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় মাথায় কাঁঠাল পড়ে মরহুম হাতেম আলীর স্ত্রী সুন্দুরী বেওয়া নামে বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে ।

নিহতের ছেলে সুজন মিয়া জানান, বুধবার দুপুরে প্রতিবেশী আলহাজ্ব মিয়ার কিশোর ছেলে নাঈমকে( ১২) গাছ থেকে কাঁঠাল পেরে দিতে বলেন তার মা সুন্দুরি বেওয়া (৮০)। তার কথায় গাছে উঠে কাঁঠাল পাড়ার প্রস্তুতি নেয় নাঈম।এ সময় একটি কাঁচা কাঁঠাল নাঈমের হাত ফসকে গাছের নিচে দাঁড়িয়ে থাকা সুন্দুরি বেওয়ার মাথার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই সুন্দরী বেওয়ার মৃত্যু হয়।
এবিষয়ে মুঠোফোনে কথা হলে ৩ নং ডোয়াইল ইউপি’র চেয়ারম্যান নাছির উদ্দিন রতন ঘটনার সত্যতা স্বীকার করেন।

👁️ 7 News Views
