এবার একসঙ্গে তারা-তিনজন!

বিনোদন

বিনোদন প্রতিবেদক : গত ২৯ মার্চ মঙ্গলবার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ”মিম”। যেখানে এক ফ্রেমে বন্দি হয়েছেন তিনি সহ মাহি ও ফারিয়া।


বিজ্ঞাপন

মুহূর্তের মধ্যে ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের।
অনেকেই জানতে চান, তাহলে তিন জনকে এক ফ্রেমে পাওয়া যাচ্ছে? অবশেষে উত্তর এলো।

এই তিন তারকা এবার একই অনুষ্ঠানের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।


বিজ্ঞাপন

প্রথমবারের মতো বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন তারা।


বিজ্ঞাপন

আগামী ৪ জুলাই থেকে রাষ্ট্রীয় এ টিভি চ্যানেলের অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে এর শুটিং হবে বলে জানিয়েছেন প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।

এতে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ ও দিতি অভিনীত ছবির গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন।

কোলাজ গানে হাজির হবেন Bidya Sinha Saha Mim।
এছাড়া ভিন্নধর্মী গানের সঙ্গে নাচবেন নুসরাত ফারিয়া।

তবে,,, আমি, শুধুমাত্র মিম পারফরম্যান্সের জন্যই আনন্দিত!

একটা পারফরম্যান্স হিট করার জন্য সে একাই যথেষ্ট!

জানা যায়, অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

👁️ 10 News Views