আজকের দেশ রিপোর্ট : ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন একজন গ্রাহক।পণ্যের নগদ টাকা নিয়ে মাসের পর মাস পণ্য না দেওয়ায় মামলাটি করা হয়। গতকাল মঙ্গলবার ১৭ আগস্ট সকালে গুলশান থানায় এ মামলা করা হয়।

গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ই-অরেঞ্জের বিরুদ্ধে একজন গ্রাহক বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এর আগে সোমবার বিকালে ই-অরেঞ্জের গুলশান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির গ্রাহকরা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন।

এরপর তারা প্রতিষ্ঠানটির সাবেক ব্রান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বাসার সামনে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন মাশরাফি।

👁️ 9 News Views
