রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে লতা হারবালের ভেজাল প্রসাধনী সামগ্রী সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ পুলিশ সুপার রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী’র তত্বাবধানে অফিসার ইনচার্জ ডিবি মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রেজা সরকার, এসআই মোঃ ইনামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকাল ৮ টার সময় পুঠিয়া থানাধীন ভাড়রা গ্রামে গোপনে নির্মিত ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লতা হারবাল এর কারখানার ম্যানেজার মোঃ সুজন (৩৩), পিতা-মোঃ আব্দুল লতিব এবং মোঃ বশির আহম্মেদ (৩২), পিতা-মোঃ মুক্তার, উভয় সাং- ভাড়রা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ১২টি কার্টনে ৫৭৬ টি ভেজাল লতা হারবাল ক্রিম, ২০০০ পিচ লতা হারবাল এর খালি কাগজের মোড়ক, ভেজাল লতা হারবাল ক্রিম তৈরির কমলা, হলুদ ও সাদা রংয়ের পাউডার জাতীয় কেমিক্যাল, সাদা দানাদার ৩০কেজি উপকরণ ও ১৫লিটার তরল কেমিক্যাল, ভেজাল ক্রিম তৈরির স্টিলের ০২টি মেশিন, ০২টি ড্রিল মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, ০২টি ক্লিপ টাইট মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার, স্টিলের ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাতিলসহ সর্বমোট ৩ লক্ষ ৩৫ হাজার ৮ শত টাকা মূল্যের বিপুল পরিমাণ সামগ্রী আটক করা হয়। আসামিরা দীর্ঘদিন যাবৎ গোপনে ভেজাল প্রসাধনী ক্রিম উৎপাদন করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু সহ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 5 News Views