বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক সমঝোতা স্মারক স্বাক্ষর

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ বিজ্ঞানসম্মত পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

নিরাপদ খাদ্য নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশকে একটি পর্যটনবান্ধব দেশে রূপান্তরের লক্ষ্যে সোমবার ১০ অক্টোবর,বেলা ১১ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতের লক্ষ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করে কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, সচিব, বোর্ডের উপ-পরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *