পরমাণু ধ্বংসের পক্ষে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ভোট

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ ইসরাইলি পরমাণু ধ্বংসের পক্ষে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ভোট।

ইসরাইলকে অবশ্যই তার পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে বলে প্রস্তাব পাস হয়েছে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোকেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তদারকির আওতায় আনতে হবে।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে তোলা এমন এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫২টি দেশ। অন্যদিকে, প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, কানাডা, ইসরাইল, মাইক্রোনেশিয়া ও পালাউ। এছাড়া ২৪টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। এসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি ও ভারত।

মিসরের পক্ষ থেকে জাতিসঙ্ঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের সময় এর পক্ষে সমর্থন জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও ১৯টি দেশ।
যে ১৫২টি দেশ ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *