নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর মিরপুর এলাকা হতে ৩৬৪০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল শুক্রবার ১৪ এপ্রিল, র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ১০,৯২,০০০ (দশ লক্ষ বিরানব্বই হাজার) টাকা মূল্যের ৩,৬৪০ (তিন হাজার ছয়শত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম দীন মোহাম্মাদ (৪০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও ২,২০০ (দুই হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।

👁️ 11 News Views
