
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে আনন্দঘন পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টেলিভিশন’-এর ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। ২৬ ডিসেম্বর বিকেলে শহরের নবীনবাগস্থ গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবে আলোচনা সভা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বিকেল ৩:৩০ মিনিটে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সাংবাদিক ক্লাব মিলনায়তনে বৈশাখী টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শেখ ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বৈশাখী টেলিভিশন দীর্ঘ দুই দশক ধরে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চ্যানেলটি আগামীতেও দেশের উন্নয়নে কাজ করে যাবে বলে আমাদের বিশ্বাস।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গোলাম মোস্তফা। তিনি তার বক্তব্যে বৈশাখী টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও বৈশাখী টিভির সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন— যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, সাংবাদিক শাহীনুল আহসান, সিনিয়র সাংবাদিক আহমেদ আলি খান, মোঃ সাইফুর রশিদ চৌধুরী এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি নতুন শেখ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদের শিল্পীবৃন্দ চমৎকার সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
