
নিজস্ব প্রতিনিধি (সিলেট) : ভারত থেকে নিয়ে আসা উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৪টি ইলেক্ট্রনিক্স বিষ্ফোরক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিজিবি সিলেট সেক্টরের , ২৮ বিজিবি সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও সীমান্ত এলাকা থেকে ওই বিষ্ফোরকের চালানটি জব্দ করা হয়।
অপরদিকে ওই বিস্ফোরকের চালান ভারত থেকে নিয়ে আসার পেছনে জড়িত অস্ত্রকারবারি চক্রের সদস্যদের বিজিবি আটক করতে সক্ষম হয়নি।

২৮-বিজিবি অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এমন তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সিও বিজিবি জানন, বাংলাদেশ ভারত সীমান্তের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা চারাগাঁও মাইজহাটি নাম সীমান্ত এলাকা থেকে ওই বিওিপির একটি টহল দল ভারতের তৈরি ২৪টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ্ফোরক উদ্ধার করে।
