সাতক্ষীরা সদরে অভিজ্ঞতা বিনিময়ে দাকোপ সিবিও চিংড়ি চাষীদের

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

শেখ মাহতাব হোসেন (সাতক্ষীরা)  :  মৎস্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড ক্লাইমেট রিজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় খুলনা জেলার দাকোপ উপজেলার ৫০ জন সিবিও চিংড়ি চাষি অভিজ্ঞতা বিনিময়ের জন্য সাতক্ষীরা সদর উপজেলা সফরে আসেন।


বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে তাদের স্বাগত জানান মো: শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাতক্ষীরা সদর। সফরে দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে চাষিরা অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে একটি দলের ২৫ জন চাষি সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহরে বটম ক্লিন ও বায়োফ্লক পদ্ধতিতে উচ্চ ঘনত্বে নিবিড় বাগদা চাষ পরিদর্শন করেন। উভয় ক্লাস্টারের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় হয়।


বিজ্ঞাপন

এ সময় সাতক্ষীরা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নতুন এই প্রযুক্তির উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আয়-ব্যয় ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনার পর চাষিরা সরেজমিনে ঘের পরিদর্শন করেন, যেখানে ঘের মালিক লিটু জাল টেনে মাছ দেখান ও এ বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত ব্যাখ্যা করেন ।


বিজ্ঞাপন

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান বলেন চাষির বিক্রয়ের তথ্য থেকে দেখা যায় হেক্টর প্রতি ১৫ টন চিংড়ি উৎপাদন হয়েছে। ফলে এই প্রযুক্তি অনুসরণ করলে চাষিরা উৎপাদন ৪৫ গুণ বাড়াতে পারবেন।

সফর শেষে চাষিরা নার্সারি ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি ও গভীরতা বৃদ্ধিসহ এই প্রযুক্তি গ্রহনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং পুরুষ গলদা চাষের প্রতি উৎসাহ দেখান। ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণের জন্য তারা মৎস্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *