নড়াইলে পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত’রা লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের জনৈক ইদ্রিস শেখের ছেলে জামিরুল ইসলাম ওরফে সবুজ (৩২),একই গ্রামের বাদশা মৃধার ছেলে ইস্রাফিল মৃধা (৩৬) ও নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের খোকন চন্দ্র দেবনাথের ছেলে অনিক দেবনাথ ওরফে মানিক (৩৫)। পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের দিক-নির্দেশনায় এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত জামিরুলের নিকট থেকে ৪০ পিস ও ইস্রাফিলের নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এছাড়া ২৫ এপ্রিল নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার অন্তর্গত ডুমুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি অনিক ওরফে মানিককে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ বদ্ধপরিকর।


বিজ্ঞাপন
👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *