
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর থানা পরিদর্শন করেন।তিনি থানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে থানার অব্যবহৃত জমি, রান্নাঘর, বিভিন্ন মামলার আলামত, ডিউটি অফিসার কক্ষ, পুরুষ ও মহিলা হাজতখানা, নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, অফিসার ও ফোর্সের ব্যারাক, অফিসারদের অফিস কক্ষ, জুনিয়র সেরেস্তার কক্ষ ও অন্যান্য স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল আহমেদ সরকার, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সহ থানায় কর্মরত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
👁️ 25 News Views
