সাঘাটায় চুরি হওয়া ৮ টি মোবাইল উদ্ধার সহ ৩ জন গ্রেফপ্তার

Uncategorized অপরাধ আইন ও আদালত সারাদেশ

চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ চোর চক্রের সদস্য গ্রেফতার।


বিজ্ঞাপন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : ডিজিটাল প্রযুক্তি ব‍্যবহার করে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বারকোনা বাজারের আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রিক প্যালেস নামের একটি দোকান ঘরের উপরের টিনের চাল কেটে  চুরি হওয়া ৮টি মোবাইল ফোন উদ্ধার সহ ৩ জন যুবক কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা যথাক্রমে,  বগুড়া জেলার সোনাতলা উপজেলার সুজাইত পুর গ্রামের মৃত্যু বাবুল্লার ছেলে মো: রাসেল ওরফে পাভেল (২৩) দক্ষিণ আটকরিয়া গ্রামের মো: মোস্তফার ছেলে মো: আ: রহমান (২২) গবাড় পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মো: আব্দুল্লাহ আল ইমান (১৯)।


বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে গত১৯ শে অক্টোবর রাতে কোন এক সময় অজ্ঞাতনামা ব‍্যক্তি দোকান ঘরের টিনের চাল কেটে  দোকানের ভিতর থাকা বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন যার মূল্য আনুমানিক ১,৫৭,৪১৯ টাকা। সেই সাথে নগদ ক্যাশ ৭০,০০০ টাকা সহ ২,২৭,৪১৯ (দুই লক্ষ সাতাশ হাজার চারশত উনিশ) টাকা চুরি করে নিয়ে যায়।


বিজ্ঞাপন

এব‍্যাপারে দোকান মালিক আপেল মাহামুদ ওরফে পলাশ সোমবার বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানা ওসি রাকিব হোসেন।

👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *