সাংবাদিক আলমের রূহের মাগফেরাত কামনায় রিপোর্টার্স ক্লাবে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত 

Uncategorized কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আলমের রূহের মাগফোত কামনায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ  রবিবার ৩রা মার্চ, বিকেল ৪ টায় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাব প্রেসিডেন্ট দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

গত ২৯শে ফেব্রæয়ারি গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদ আলম দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন বাড়ি মজলিস মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইয়াছিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হাজী মো. শফিকুল ইসলাম, দৈনিক সবুজ নিশানের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, সাংবাদিক কল্যাণ সম্পাদক এসএম মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান রানা, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রথম সূর্যোদয় আরাফাত হোসেন সিফাত, দপ্তর সম্পাদক দৈনিক ঢাকা টাইমস পত্রিকার মো. ইমরান প্রমূখ।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *