মশিয়াহাটী ডিগ্রী কলেজের ১১ জন শিক্ষার্থী পেলো উচ শিক্ষার সুযােগ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

সুমন হোসেন, (যশোর) :  মণিরামপুরের ঐতিহ্যবাহী মশিয়াহাটী ডিগ্রী কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ওই কলেজের অসংখ্য শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস নার্স, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের প্রভাষক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। অনুরুপভাবেও ২০২৪ সালে এ ধারা অব্যহত রয়েছে। এ বছরও ১১ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য ভর্তির সুযােগ পেয়েছে। ১১ জন শিক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সুযােগ পেয়েছে অভয়নগরর মশিয়াহাটী গ্রামের অম্বরীশ রায়ের মেয়ে অরা রায়, মণিরামপুরের বাহাদুরপুর গ্রামের কানুলাল বিশ্বাসের ছেলে চক্রধর বিশ্বাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মণিরামপুর উপজলার ডাঙ্গামহিষদিয়া গ্রামের জুলফিকার আহম্মেদ এর মেয়ে সাদিয়া আফরােজ, কুলটিয়া গ্রামের অশােক রায়ের ছেলে অর্ণব রায়। গুছ বিশ্ববিদ্যালয় নেহালপুর গ্রামের তপন কুমার চদ্র এর ছেলে পঙ্কজ চদ্র, হাটগাছা গ্রামের সুকদেব এর মেয়ে প্রজ্ঞা মন্ডল, ভুলবাড়িয়া গ্রামের প্রাণেশ বিশ্বাসের মেয়ে লাবণ্যে বিশ্বাস, সুজাতপুর গ্রামের প্রদীপ সরকারের মেয়ে পলি সরকার ও সানােয়ার হােসেন ভর্তির সুযােগ পেয়েছে। বিশ্ববিদ্যালয় ছাড়াও সুজাতপুরের সনজিত মন্ডলের মেয়ে মুক্তি মন্ডল খুলনার নার্সিং ইনন্সিটিউট ও কুলটিয়ার শেখর মন্ডলের মেয়ে অর্থি মন্ডল যশাের নার্সিং ইনন্সিটিউট ভর্তির সুযােগ পেয়েছে। এছাড়া আরও কয়েকজন ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির অপেক্ষামান তালিকায় রয়েছে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মণিশা মন্ডলের সাথে আলাপকালে তিনি বলেন, শিক্ষক ও কলেজ পরিচালনা কমিটির সহযােগিতায় মশিয়াহাটী ডিগ্রী কলেজের এই ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি। ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ এ এলাকাবাসীদেরকে আরও ভালো ফলাফল উপহার দেওয়ার চেষ্টা করবো।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *