শেরপুরের নালিতাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করলো বিজিবি

Uncategorized গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :  আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন চৌকিদারটিলা এলাকার ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার ও মেরামত করে চলাচলের উপযোগী করেছে বিজিবি সদস্যরা।


বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী পুড়াগাঁও ইউনিয়নের অন্তর্গত মিশনমোড় নামক স্থানে হতে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র চৌকিদারটিলা বিওপি পর্যন্ত গমনাগমনের প্রধান সড়কের মধ্যবর্তি স্থানে রাস্তা ধ্বসে পড়ে। ফলে চৌকিদারটিলা বিওপিসহ আশে-পাশের সীমান্তবর্তী ৩/৪টি গ্রাম নালিতাবাড়ী উপজেলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এতে গ্রামবাসীরা চরম ভোগান্তির শিকার হয়। এমতাবস্থায়, রাস্তাটি দিয়ে যান চলাচল সচল করার লক্ষ্যে বিজিবি সদস্যরা নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও মেরামতের কাজ শুরু করে। বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে।


বিজ্ঞাপন

বিজিবির এহেন জনহিতকর কাজে এগিয়ে আসার জন্য সীমান্তবর্তী গ্রামবাসীরা বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছে।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *