বদলে যাও এর সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বদলে যাও এর সার্বিক সহযোগিতায় পিরোজপুরের নেছারাবাদে মুজিব শতবর্ষে আলকিরহাট হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্ভোধন ঘোষণা করেন পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. সজিব হাসান, সহ-সভাপতি এস এম শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, পরিচালনা কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্কুলের সাবেক প্রধান শিক্ষকসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া বদলে যাও সংগঠনের সমাজসেবা সম্পাদক মো. সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান ও প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীদের শারিরিক কসরত, মাঠ পরিদর্শন ও অতিথিদের অবিভাধন জানানো হয়। এরপর বিভিন্ন বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগতিা শেষে বিজয়ীদের মাঝে মুজিব শতবর্ষের লোগো সম্বলিত পুরস্কার বিতরণ করেন বদলে যাও সভাপতি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *