বেপরোয়া গতির গড়াই পরিবহন কেড়ে নিলো নছিমন চালক মোস্তফা সরদারের প্রাণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি  :  যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের নিটল টাটা অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। ওই দুঘর্টনায় বেপরোয়া গতির যাত্রীবাহী গড়াই পরিবহনের ধাক্কায় মোস্তফা সরদার (৪০) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (৯ মার্চ) সকালে যশোর-খুলনা মহাসড়কের নিটল টাটা অফিসের সামনের রাস্তায়। মৃত: মোস্তফা সরদার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের পূর্বপাড়ার রেজাউল সরদারের ছেলে।


বিজ্ঞাপন

মৃতের খালাতো ভাই স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, আমার ভাই মোস্তফা ছিলেন একজন নছিমন চালক।

রবিবার সকাল ৯ টার দিকে প্রেমবাগ বাজার থেকে নছিমনভর্তি জ্বালানি কাঠ নিয়ে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে যাচ্ছিলেন তিনি। নিটল টাটা অফিসের সামনে পৌঁছালে যশোরগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী গড়াই পরিবহন নছিমনের পেছনে ধাক্কা মারে। এসময় নছিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোস্তফা গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


বিজ্ঞাপন

আমার ভাইয়ের দুইটি ছোট ছেলে রয়েছে। ওদের এখন কি হবে ?
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি পুলিশকে জাননো হয়েছে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নছিমন চালকের মরদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া বাসের সন্ধানে অভিযান শুরু করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *