জমি নিয়ে বিরোধে প্রাণ গেল সমির মল্লিকের : স্বজনদের অভিযোগ চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে মৃত্যু

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

ঝালকাঠি প্রতিনিধি :  ঝালকাঠিতে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মো. সমির মল্লিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে কৃষ্ণকাঠি গ্রামের মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সমির মল্লিক ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমির মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই বাবুল মল্লিকদের বিরোধ চলছিল। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় সমির মল্লিক ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝলকাঠি সদর থানার তদন্ত ওসি মো: মেহেদী হাসান সাংবাদিকদের বলেন , নিহত সমিরের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন

উল্লেখ্য তবে নিহতের পরিবার দাবি করেছে, চাচাতো ভাই বাবুল মল্লিক শাবল দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।##

👁️ 2 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *