ফরিদপুরের  চরভদ্রাসনে  বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে জনসাধারণ

Uncategorized গ্রাম বাংলার খবর জীবন-যাপন বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর  প্রতিনিধি  : দীর্ঘদিনের খরা শেষে হঠাৎ ১০ মিনিটের বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমন চিত্র দেখা গেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লপ্তেরচর মোড় এলাকার সড়কে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকছে দীর্ঘ সময় ধরে, বাড়ছে জনদুর্ভোগ।


বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, সরকারি খালগুলো বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকায় নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান পানি জমে যায়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, শিক্ষার্থী ও পথচারীরাও পড়েন চরম দুর্ভোগে।

একাধিক পথচারী জানান, এই সড়কটি স্থানীয়দের হাসপাতাল, স্কুল-কলেজ ও হাটে যাতায়াতের প্রধান মাধ্যম। এছাড়া এটি আশপাশের উপজেলা ও জেলাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ। কয়েক বছর আগে সড়কটি অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। সরকার কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজ শুরু করে এবং ১৬ ফুট প্রশস্ত করে। তবে এখনো কাজ চলমান থাকলেও সামান্য বৃষ্টিতে পানিতে তলিয়ে যাচ্ছে নির্মাণাধীন সড়ক। ফলে নতুন করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কের বিভিন্ন অংশ। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন

স্থানীয় সমাজসেবক মোস্তফা কোভির বলেন, “দ্রুত ব্যবস্থা না নিলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যাবে।”


বিজ্ঞাপন

এ বিষয়ে ২ নম্বর গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব জানান, “রাস্তার পাশে বেশ কিছু জায়গা খাস ছিল। কিন্তু কিছু ভূমিদস্যু সেই খাল ভরাট করে ফেলেছে। যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি উঠে যায়। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করব।”

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *