কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের ৬ ইউনিয়নে কুরবানির মাংস বিতরণ 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ সিলেট

এম এ এইচ শাহীন (সিলেট) :  সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ৭ ও ৮ জুন কুরবানি কর্মসূচি বাস্তবায়ন করেছে।


বিজ্ঞাপন

এবারের কুরবানি উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়ন ১নং পশ্চিম ইসলামপুর,২নং পূর্ব ইসলামপুর,৩নং তেলিখাল, ৪নং ইছাকলস,৫নং উত্তর রনিখাই,ও ৬নং দক্ষিণ রনিখাই, উনিয়নে মোট ৭৫টি গরু কুরবানি দেয়া হয়। এই কুরবানিকৃত গরুর মাংস ২,৬২৫ দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ২ কেজি করে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

কুরবানি কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি উপজেলা প্রশাসনও সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার  আজিজুন নাহার গুরুত্বপূর্ণ  দিক নিদের্শনা প্রদানের মাধ্যমে।


বিজ্ঞাপন

প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান  ও মেম্বারগণ ইসলামিক রিলিফের সাথে একযোগে কাজ করে কুরবানির মাংস সঠিকভাবে প্রাপকদের মাঝে পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতা করেছেন।


বিজ্ঞাপন

কুরবানীর মাংস পেয়ে খুশি হয়ে এক দরিদ্র নারী আলেমা বেগম (২৯) বলেন, ঈদ আনন্দ সবার জন্য না।

আমরা গরীব মানুষ কুরবানি দিতে পারি না, তাই ঈদ টা আমাদের কাছে নিরানন্দের ইসলামিক রিলিফের কুরবানীর মাংস পেয়েছি ধন্যবাদ এমন মহৎকর্ম সবসময় থাকুক।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *