হঠাৎ স্থগিত ১০ টাকার চাল বরাদ্দ

অর্থনীতি জাতীয়

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে ঘরবন্দী নি¤œআয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী চালু হওয়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করেছে সরকার।
খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জানান, এই চাল কিনতে দীর্ঘ লাইন পড়ে যায় এবং এ থেকে করোনাভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে তিনি গণমাধ্যমকে বলেন, এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইসার ছড়িয়ে পড়তে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই বিশেষ ওএমএস কার্যক্রম আবার শুরু করা হবে বলে তিনি জানান।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *