মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবি পরিবারের শ্রদ্ধা

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিবি পরিচালিত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন

আজ সকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী এবং বিজিবি পরিচালিত রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এসময় ০১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শিক্ষিকা মাহরীন চৌধুরীসহ মাইলস্টোন ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডার বলেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্ত ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন শিক্ষিকা মাহরীন চৌধুরী। তাঁর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদেরকে প্রাণে বাঁচানোর জন্য। তাঁর এই মহান আত্মত্যাগ তাঁর মানবিকতা, তাঁর সাহসিকতা পুরো জাতিকে অনুরণিত করেছে।


বিজ্ঞাপন

এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার জন্য আমরা বিজিবি পরিবারও গভীরভাবে শোকাহত, মর্মাহত এবং বাকরুদ্ধ। বিবেকের তাড়নায় সাড়া দিয়ে বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা আজ এখানে সমবেত হয়েছি এই মহান-মহীয়ষী শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য।


বিজ্ঞাপন

সেক্টর কমান্ডার আরও বলেন, শিক্ষিকা মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষক নন, তিনি মানবতার এক মূর্ত প্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন- সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। তিনি প্রমাণ করে গেছেন, শিক্ষকতা শুধু একটা পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার সদা সমুজ্জ্বল একটি মহান ব্রত। এই মহিষী ও অকুতোভয় শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা গর্বিত।

শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবির রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক), লেঃ কর্নেল মোহাম্মদ নাহিদ হাসান, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী এবং রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সেলিম আল দীন সহ রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুল এন্ড কলেের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *