পিসিসি’র উদ্যোগে বৃক্ষরোপণ ও বনায়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

দুর্গাপুর( নেত্রকোনা) প্রতিনিধি :  মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (পিসিসি) এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে বৃক্ষরোপন ও বনায়ন এর উপর দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিরিশিরি ওয়াইএমসিএ এর মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীদের অংশগ্রহণে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের সোশ্যাল মবিলাইজার গ্রেনার রিছিল এর সভাপতিত্বে সোশ্যাল মোবিলাইজার বনানী থিগিদি এর সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক মাইকেল প্রদীপ বাউল, শাহীন মিয়া, আদাননুর রহমান প্রমুখ।

অংশগ্রহণকারীদের বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রমের সঠিক পদ্ধতি, পরিকল্পনা, এবং পরিচর্যা হাতে কলমে শেখানো হয়। তাছাড়া আরো শেখানো হয় কীভাবে সার প্রয়োগ করে মাটি প্রস্তত করতে হবে এবং কীভাবে রোপন করলে ভালো ফলন পাওয়া যায়। কর্মশালার মাধ্যমে তারা বৃক্ষরোপণ, বন ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন এবং পরিবেশবান্ধব উদ্যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত দেয়া হয়।


বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিরা বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ ও বনায়নের বিকল্প নেই। স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো সম্ভব।


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *