কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি’র অভিযান : দুই কোটি টাকার পণ্য জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তি বিজিবি’র অভিযানে প্রায় দুই কোটি টাকার পণ্য জব্দ হয়েছে। শুক্রবার, ১৭ অক্টোবর দিনভর অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন

বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুই কোটি ১১ লাখ পাঁচ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং পিকআপসহ বাসমতি চাউল জব্দ করা হয়।


বিজ্ঞাপন

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *