সরাইলে টর্চের লাইট জ্বালিয়ে সংঘর্ষে আহত ২০

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম তার কয়েক বন্ধু নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। সেখানে হঠাৎ এসে হাজির হয় ছোট দেওয়ানপাড়ার শাকিল, শিপন ও তার সঙ্গীরা। ওই সময় তাদের মধ্যে শুরু হয় তর্কাতর্কি । একসময় তা হাতাহাতিতে গড়ায়। তাইম ও তার বন্ধুরা মার খেয়ে নিজ গ্রামে চলে আসে। সন্ধ্যা নামতেই পুনরায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত দশটার দিকে টর্চের আলো জ¦ালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের অন্ত:ত ২০ জন আহত হন। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন জানান, “খবর পাওয়ার পর দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *