
মো: হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার দেহ দ্বিখন্ডিত হয়ে গেছে। শুক্রবার, ১৭ অক্টোবর সকাল ৯টার দিকে উপজেলার দরুইন এলাকায় যুবকের দ্বিখন্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বয়সি ওই যুবকের লাশ রেললাইনের উপরে পড়ে ছিলো। তবে স্থানীয় কেউ তাকে চিনতে পারছে না। এক সূত্রে জানা গেছে তার খালার বাড়ি জঙ্গাল তার বাড়ি নাকি কুমিল্লা চাঁদপুর তার নাম কবির বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আখাউড়া রেলও থানার এস আই শাহ আলম লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়

👁️ 135 News Views
