কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

জুয়েল খন্দকার,  (কুমিল্লা) :  কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মূলহোতা সিফাত ও আবরারসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

(১৯ অক্টোবর) দুপুরে সংঘর্ষের পর পুলিশ ও র‍্যাব নগরীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সোমবার বেলা ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।

উক্ত সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন উক্ত মামলার আসামি ১৪ জনকে গ্রেফতার করেছেন কোতয়ালী মডেল থানা ১৪ জন ও র‍্যাব-১১ এর কুমিল্লা গ্রেফতার করেছেন ০২ জন।


বিজ্ঞাপন

পুলিশ জানায়, দুপুরে কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মাহিন ও রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটি হয়। পরে সিফাত তার বাহিরের বন্ধুদের নিয়ে কলেজে আসে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক তরুণ হাতে রামদা নিয়ে দৌড়াচ্ছে এবং আরেকজনের হাতে পিস্তল। তদন্তে জানা গেছে, ভিডিওতে অস্ত্রধারী ওই তরুণ সিফাত।

ওসি মহিনুল ইসলাম জানান, “ঘটনার পর পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এতে ৬৩ জনকে আসামি করা হয়েছে।”

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, “সংঘর্ষের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই অভিযান শুরু হয়। রাতভর অভিযান চালিয়ে মূলহোতাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “ঘটনার ভিডিও প্রকাশের পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। র‌্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে উক্ত মামলার দু’জন ও কিশোর গ্যাং এর ৪ জনকে গ্রেফতার করেছেন। ওসি মহিনুল ইসলাম জানান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৬ জন ও কিশোর গ্যাং এর ০৮ জন সকল আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন : হামলাকারীদের মূল দুই লিডার ১।মোঃ তানভীর সীফাত ২। আলমগীর জিসান, ভিক্টোরিয়া কলেজ, ৩। আরিফুল ইসলাম নাঈম, ৪। দ্বীন ইসলাম, ৫। লোহান তালুকদার, ৬। আলিফুল হক জিহাদ, ৭। আব্দুল্লাহ আল সিয়াম, ৮ মোঃ আরাফাত হোসেন, ৯। আলিফুল হক জিহাদ হুইচ্চামিয়া হাইস্কুল, ১০। মোঃ তাহসিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, ১১। সোয়াদ আহসান তৌসিন ইবনে তাইমা স্কুল, ১২। আব্রার লালমাই সরকারি কলেজ, ১৩। তৌহিদুল ইসলাম মাহিন রূপসী বাংলা কলেজ, ১৪। সাফায়েত ইসলাম, ১৫। আশরাফুজ্জামান সীফাত, ১৬। তৌহিদুল ইসলাম মাহিম সহ কিশোর গ্যাং এর ৮ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

👁️ 78 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *