
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বালু মহল ইজারা নিয়ে চাঁদা দাবি, হয়রানি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ বাহাদুর হোসেন তিতাস।

আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়ার তার ব্যবসায়িক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাহাদুর হোসেন তিতাস অভিযোগ করেন, তিনি সরকারি সকল নিয়মকানুন মেনে জেলা প্রশাসক কার্যালয়ের অনুমোদনক্রমে হাওড়া নদী থেকে বালু উত্তোলনের ইজারা গ্রহণ করেন। তবে ওই ইজারাকে কেন্দ্র করে মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নান্নু মিয়া ও তাঁর সহযোগীরা বিভিন্নভাবে হয়রানি করছেন। খবরের কাগজের

তিনি বলেন, “নান্নু মিয়া প্রথমে আমার কাছে বিনা টাকায় পাঁচটি শেয়ার দাবি করেন। আমি এতে রাজি না হলে তিনি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দেন যে, চাঁদা না দিলে মোগড়া ইউনিয়নে কাজ করতে পারব না।”

তিতাস আরও অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি গত ২১ অক্টোবর রাতে তাঁর ড্রেজারের পাইপ কেটে ফেলে এবং বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমি প্রায় ১৫ বছর ধরে বৈধভাবে সরকার নির্ধারিত নিয়মে ইজারা নিয়ে ব্যবসা করে আসছি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এতে আমি মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।”
বাহাদুর হোসেন তিতাস কাছে দাবি করেন, তাঁর ওয়ার্ক অর্ডার বৈধ এবং জেলা প্রশাসকের অনুমোদিত। তিনি প্রশাসনের কাছে বিষয়টির সঠিক তদন্ত ও আইনগত পদক্ষেপের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আব্দুল করিম ও সোহরাব হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা।
