
নইন আবু নাঈম, (শরণখোলা) : বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার শামীম তালুকদার (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলা গামী ফাল্গুনী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এসে পিছন দিক থেকে মোটরসাইকেল চালক শামীম তালুকদার কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহনটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি এখনও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

