
সুমন হোসেন, (যশোর) : ‘কর্মই জীবন’ প্রতিপাদ্যকে ধারন করে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত টেকাব প্রকল্পের আওতায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক ২ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: শাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ হাবিবুর রহমান, টেকাব প্রকল্পের সিনিয়র প্রশিক্ষক মোঃ আখেরুজ্জামান ও সহকারী প্রশিক্ষক মো: আবু বক্কার সিদ্দিক।

‘চাকুরীও করবো না, বেকারও থাকবো না।’ স্লোগানে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব প্রকল্পের আওতায় পরিচালিত কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে শেষ হয়েছে ৩০ অক্টোবর বৃহস্পতিবার। ২ মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে অংশ গ্রহন করেন। কোর্সটিতে

অফিস প্রোগ্রামে এস ওয়ার্ড, একসেল, পাওয়ারপয়েন্ট, একসেস, গ্রাফিকস ডিজাইন, এডোবি ফটোসপ এর এডোবি ইলেসট্রেটর ও ইন্টারনেট ব্রাউজিং সুন্দর ভাবে শেখানো হয়েছে। সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রশিক্ষনার্থী মোঃ ইনামুল হক সুমন, মোঃ শাহিন আলম, লাবণি সরকার। কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী দিনে ২ মাসের যাতায়াত ভাতা ও পরিক্ষার মাধ্যমে মেধা যাচাই করে সনদপত্র বিতরণ করা হয়েছে।
উল্লখ্য, অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন এলাকার প্রত্যান্ত অঞ্চলের মেধাবী যুবক ও যুবতী নারীদের পরিক্ষার মাধ্যমে বাছাই করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃপক্ষ। কম্পিউটার প্রশিক্ষণের কথা জানতে পেরে যুব উন্নয়ন অফিসে ২ শতাধিক বেকার যুবক ও যুবতীরা আবেদন করেন।
তারমধ্যে মেধার ভিত্তিত্বে ৪০ জনকে চূড়ান্তভাবে নির্ধারন করা হয়। বেকার যুবকদের জীবনকে এগিয়ে নিতে এবং উদ্যেক্তা তৈরি করার জন্য কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণে সুযোগ পেয়ে প্রশিক্ষণার্থীরা যুব উন্নয়ন অধিদপ্তর ও টেকাব প্রকল্পের পিডি এবং প্রশিক্ষকদেরকে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানিয়েছেন।
