চোরের মায়ের বড় গলা  :  দুর্নীতর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ও পত্রিকার বিরুদ্ধে মামলা করার হুমকি !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  নৌপরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মামহবুবুর রহমান মুন্নার বিরুদ্ধে একাধিক সংবাদপত্র দুর্নীতির মাধ্যমে অগাধ সম্পদ অর্জনের বিষয়ে সংবাদ প্রকাশ ও বিভাগীয় তদন্ত চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং দুদক চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করায় সাংবাদিক সোহেল রানাকে প্রাণ নাশের হুমকি ও তার বিরুদ্ধে আদালতে মামলা করে হয়রানি করার হুমকি দিয়েছেন শিপ সার্ভেয়ার মাহবুবুর রশিদ মুন্না।


বিজ্ঞাপন

সম্প্রতি তিনি একটি চাইনিজ রেষ্টুরেন্টে চলচ্চিত্র সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করে এই হুমকি দিয়েছেন।
সাংবাদিক সোহেল রানা ও পত্রিকা কর্তৃপক্ষ এ বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা, তথ্য উপদেষ্টা,আইজিপি ও ঢাকার পুলিশ কমিশনারকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছেন।

উল্লেখ্য যে নৌপরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মাহবুবুর রশিদ মুন্না সরকারী চাকুরীর অড়ালে রেষ্টুরেন্ট ব্যবসার সাথেও জড়িত। তিনি নৌপরিবহন অধিদপ্তরের সামান্য একজন শিপ সার্ভেয়ার পদে চাকুরী করে দেশে বিপুল পরিমান সম্পদ অর্জন ও বিদেশে টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন

এসব বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় তিনি এখন নিজের চাকুরী বাঁচাতে ও অবৈধ সম্পদ রক্ষার্থে নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন এবং সাংদিকের চরিত্র হননের চেষ্টা
চালাচ্ছে ন।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *