
জাহিদুর রহমান (নরসিংদী) : বাংলাদেশ মানবাধিকার কমিশন(বিএইচআরসি) নরসিংদীর পলাশ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৩০ অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন পলাশ উপজেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন এর সভাপতিত্বে , সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মোঃ রাকীন মাশরুর খান এবং পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন।

উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশন এর নরসিংদী জেলা আঞ্চলিক শাখার সভাপতি আবদুল মান্নান মানিক, সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক,মানবাধিকার কর্মী হেলাল উদ্দিন,বাংলাদেশ মানবাধিকার কমিশন পলাশ উপজেলা কমিটির সহ সভাপতি এম এ কাইয়ুম,নুরুল আফছার শাহিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমদ, অর্থ সম্পাদক মাখন চন্দ্র দাশ, রতন চন্দ্র বীর,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আব্দুস সালাম,প্রচার সম্পাদক বাবু সজীব কুমার নন্দী,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জুটন চন্দ্র দত্ত,মহিলা বিষয়ক সম্পাদক শবনম শিউলি চৌধুরী, সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হান, দপ্তর সম্পাদক কাজী আবদুল কাইয়ুম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, নির্বাহী সদস্য জাকির হোসেন ও মোবারক হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
