দেবিদ্বারে গৌরসারে প্রিয় শিক্ষকের বিদায় : ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে উঠল পুরো গ্রাম

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি  :  কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক হারুনর রশিদ সরকারকে রাজকীয় ও আবেগঘন সংবর্ধনার মাধ্যমে বিদায় জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।


বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর ২০২৪) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহে ভরে ওঠে গোটা পরিবেশ।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ফুলেল শুভেচ্ছা ও মাল্যদানের মাধ্যমে অতিথি ও বিদায়ী শিক্ষককে বরণ করে নেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষক মো. আশিকুর রহমান সরকার ও কামরুল হাসানের সঞ্চালনায় শুরু হয় মূল সংবর্ধনা পর্ব।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু মুসা সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এম এ বাসার, আমিরুল ইসলাম, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আয়েশা আক্তার।


বিজ্ঞাপন

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মফিজুল ইসলাম, রাহেলা বেগম মজুমদার, মহসিন সরকার, জহিরুল ইসলাম মাস্টার, ফেরদৌসী বেগম, ইকরামুজ্জামান, নজরুল ইসলাম, মাহাবুবা আক্তার, মিজানুর রহমান এল.টি., ফখরুল ইসলাম ভূঁইয়া, আবদুস সালামসহ আরও অনেকে।

গ্রামবাসীর পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা চান মিয়া, সুলতান আলাউদ্দিন, আব্দুর রহিমসহ অসংখ্য মানুষ অংশ নেন। তরুণ প্রজন্মের রাজিব, জাহিদ, ইসমাইল হোসেন, সাগর, আল আমিন মানিকসহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

বিদায়ী বক্তব্যে আবেগভরা কণ্ঠে হারুনর রশিদ বলেন,“ এই বিদ্যালয়ে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছে। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা ও এলাকাবাসীর সম্মান—এগুলোই আমার জীবনের বড় প্রাপ্তি। আজকের এই সম্মাননা আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার।”

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান। ফুলে সাজানো গাড়িতে যখন তিনি বিদ্যালয় ত্যাগ করেন, তখন অনেকের চোখেই অশ্রু ঝরতে দেখা যায়।

দীর্ঘ ছয় বছর ধরে গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুনর রশিদ। তাঁর নিষ্ঠা, নেতৃত্ব ও আন্তরিকতায় বিদ্যালয় অর্জন করেছে বহু সাফল্য।

এলাকাবাসীর এই রাজকীয় বিদায় যেন বলে দেয়—
একজন সত্যিকারের শিক্ষক শুধু পাঠ দেন না, তিনি ছুঁয়ে যান হৃদয়; রেখে যান ভালোবাসার চিহ্ন প্রজন্মের পর প্রজন্মে।

👁️ 127 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *