
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ২২ নভেম্বর শনিবার রামদিয়া হাই স্কুল মাঠে জনসভা করেন। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

সমাবেশে বক্তৃতাকালে ডা. বাবর বলেন, গোপালগঞ্জ-২ আসনের মানুষ দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার। তিনি দাবি করেন, এলাকায় স্বাস্থ্যসেবা ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং একটি মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও মানসম্মত চিকিৎসা পাওয়া যাচ্ছে না। নির্বাচিত হলে ২৪ ঘণ্টা চিকিৎসা সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই স্থানীয় মানুষের উন্নয়নের পথ, এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল করিম, লতীফপুর ইউপি চেয়ারম্যান জাফর হোসেন কালু, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা ও অ্যাডভোকেট এমএ আলম সেলিম (জিপি)।সভাপতিত্ব করেন কাশিয়ানি উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সেলিম।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়নি এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী এলাকার মানুষ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলের সদস্যরা দায়িত্ব পালন করেন।
সভা শেষ হলে স্থানীয় কয়েকজন জানান, ডা. বাবরের বক্তব্য ও পরিকল্পনা তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ আসনে রাজনৈতিক আলোচনাও বেড়েছে।
