ট্টগ্রামে কাস্টমসের অভিযানে ৭ লাখ অবৈধ বিড়ি-সিগারেট জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)  : চট্টগ্রামের পটিয়া উপজেলার মুনসেফ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।


বিজ্ঞাপন

সোমবার  বিকালে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

কাস্টমস সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ বিড়ি ও সিগারেট বিক্রি এবং মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার মুনসেফ বাজারে অভিযান ও তল্লাশি চালায় চট্টগ্রাম কাস্টমস। এসময় সাড়ে ছয় লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট ও ৫০ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়।


বিজ্ঞাপন

জব্দ হওয়া অবৈধ সিগারেটগুলোর মধ্যে রয়েছে টি-২০ সিগারেট, এক্সপ্রেস সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত সোহান বিড়ি।


বিজ্ঞাপন

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ জানান, অভিযান থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নকল বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। অবৈধ বিড়ি ও সিগারেট বিক্রি ও মজুদ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *