
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : সমালোচনার জন্য একটা জায়গায় যেতে হয়। প্রথম আলো সেই গ্রহণযোগ্যতা ও যোগ্যতা অর্জন করেছে। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে পত্রিকাটি দেশের একটি সমৃদ্ধ সংবাদপত্রে পরিণত হয়েছে। ভবিষ্যতেও সব বাধাবিঘ্ন অতিক্রম করে প্রথম আলো এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা পাঠকদের।

১ ডিসেম্বর সোমবার বিকেলে গোপালগঞ্জে প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে শিক্ষক, চিকিৎসক, রাজনীতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘প্রথম আলো নিয়ে অনেকে সমালোচনা করেন। সমালোচনার জন্য একটা জায়গায় যেতে হয়। প্রথম আলো সেই গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পত্রিকাটি অতীতে যেমন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে বলে আশা করি।’

অনুষ্ঠানে পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, ‘সত্য ও ন্যায়ের প্রতি অবিচল থেকে প্রথম আলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এ জন্য বিভিন্ন সময় সরকারের রোষানলে পড়তে হয়েছে, বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। তবু পাঠকের আস্থা ও ভালোবাসায় প্রথম আলো অবিচল থেকেছে। পাঠকের সমর্থনে সব বাধা পেরিয়ে প্রথম আলো এগিয়ে যাচ্ছে।’

গোপালগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘পত্রিকায় কোনো লেখা প্রকাশ হলে আমরা আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে সেটা গ্রহণ করি। তবে প্রথম আলোর কাছে দাবি, প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা ও উন্নয়নের সম্ভাবনা যেন আরও বেশি করে তুলে ধরা হয়।’
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও সত্য বলতে গেলে গণমাধ্যমের টুঁটি চেপে ধরা হয়। প্রথম আলো বাংলাদেশের অন্যতম সেরা গণমাধ্যম, তাদের কাছে আরও সত্য তুলে ধরার প্রত্যাশা আমাদের।’
সমাবেশে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর বলেন, ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে অবস্থান করে প্রথম আলো গণমাধ্যমে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।’ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘প্রথম আলো যে বাংলাদেশের শ্রেষ্ঠ পত্রিকা, তা নিয়ে জনগণের মধ্যে কোনো সন্দেহ নেই।’
প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নুতন শেখের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ অনির্বাণ স্কুলের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, সুজন-এর জেলা সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টেলিভিশনের সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান রেশমা আক্তার হাসি, অধ্যাপক গোলাম মোস্তফা, কবি মিন্টু হক, সাংবাদিক এস এম হুমায়ুন কবীর, মোঃ সাইফুর রশিদ চৌধুরী, মোস্তফা জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে গোপালগঞ্জ বন্ধুসভা ও গোবিপ্রবি বন্ধুসভা।
