লেদার ইন্ডাস্ট্রি চেজমেকার অ্যাওয়ার্ড ২০২৫ :  চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশে চামড়া ও জুতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে ‘লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৫’। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন ও ফুটওয়্যার এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় চামড়া ও জুতা শিল্পের দুই অগ্রদূত ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ শিল্পে অবদানের জন্য অ্যাপেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে সম্মাননা দেওয়া হয়।


বিজ্ঞাপন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সম্প্রতি (৫ ডিসেম্বর, শুক্রবার) অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানওয়ার জাহান ভূঁইয়া, সংশ্লিষ্ট শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, তরুণ পেশাজীবীসহ চীন, ভারত ও পাকিস্তানের চামড়া শিল্পের প্রতিনিধিরা।

বাংলাদেশের চামড়া ও জুতাশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোট ৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আওতায় বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রদূত এবং অ্যাপেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় লেগেসি অব এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এছাড়া অ্যাকসেঞ্চার ফুটওয়্যার ও লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম মুশফিকুর রহমানকে দেওয়া হয় ‘এমার্জিং চেঞ্জমেকার’ অ্যাওয়ার্ড।’


বিজ্ঞাপন

প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রসেস এফিশিয়েন্সি ক্যাটাগরিতে ‘এমএএফ সুজ’, সাসটেইনেবল প্র্যাকটিস ক্যাটাগরিতে ‘এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং সাপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে ‘স্টেপ সু’ জিতে নিয়েছে পুরস্কার।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে ‘লোকালাইজেশন ৩৬০: ম্যাটেরিয়ালস, টেক, ফিউচার’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে চামড়া শিল্পের ভবিষ্যৎ গতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এটি সঞ্চালনা করেন জিআইজেড-এর হেড অব প্রোজেক্ট ফিরোজ আলম।

প্যানেলিস্ট হিসেবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ও অডিট সেকশনের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, স্টেপ সু লাস্ট অ্যান্ড অ্যাক্সেসরিজ কো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ইন্টারন্যাশনাল বিজনেস প্রধান মো. নাসরুল্লাহ, ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম শাহনেওয়াজ এবং বিনিয়োগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক মহাপরিচালক মো. আরিফুল হক।

👁️ 141 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *