
নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা) : পূর্ব সুন্দরবনের কোকিলমনিতে ভেঙে দেওয়া হয়েছে জীবিত হরিণ রাখার খাঁচা। কোকিল মনির ত্রিকোনা আইল্যান্ড এলাকায় রবিবার বিকেলে টহল দান কালে বনরক্ষীরা শিকারীদের জীবিত হরিণ রাখার খাঁচা দেখতে পায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিম- ১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেস্ট টহল ফাঁড়ির তিনকোনা আইল্যান্ড সুন্দরবনের মধ্যে হেঁটে টহলের সময় হরিণ রাখার একটি খাঁচা দেখতে পায়।
বনের গাছের মধ্যে বিশেষ কায়দায় এ খাঁচা বানানো হয়েছিলো।খাঁচায় রাখা হরিণ শিকারীরা সুবিধা মতো সময় পাচার করে নিয়ে যায় বলে ধারনা বনরক্ষীদের।ফরেস্টার দিলীপ মজুমদার বলেন, এতদিন সুন্দরবনের মধ্যে টহলের সময় হরিণ ধরার ফাঁদ পেয়েছি। এবারে পেলাম জীবিত হরিণ রাখার খাঁচা। খাঁচাটি ধ্বংস করে দেয়া হয়েছে।

