
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটে শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডাক) এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের সোনাতলা ব্রিজ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সোনাতলা ব্রিজ স্কুলের সভাপতি মোঃ ইউনুস হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোঃ মইনুদ্দিন মনিন ও কোডেকের স্বপ্নের ঠিকানা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রাগিব আহসান।

এ সময় আরও বক্তব্য রাখেন তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান, সাউথখালী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীম হাসান, সরণ ক্লাব ব্রিজি স্কুলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া সাংবাদিক মোঃ নইন আবু নাঈম তালুকদার, সোনাতলা বিডি স্কুলের ছাত্রী আবিদা সুলতানা।

এসময় প্রধান অতিথিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান বলেন, শরণখোলার উপকূলীয় এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ ধরনের একটি প্রতিষ্ঠান শিক্ষার গুণগত মান উন্নয়নে যে ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। আগামী দিনগুলিতে যেকোনো ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
