সৌদিতে চাকরি থাকলে যেতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : যারা সৌদি আরবে চাকরি করেছেন, ভিসা, ইকামা বাদ হলেও তারা যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। অযথা হইচই করে কোন লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, যারা ওখানে (সৌদি আরব) চাকরি করেছেন, ফিরে এসেছেন এবং চাকরি আছে তারা অবশ্যই যেতে পারবেন। যারা যাওয়ার তারা আগে বা পরে যাবে। ছয়মাস ধরে সৌদি আরবের সঙ্গে বিমান চলাচল বন্ধ। সেই সময়ে অনেকের মেয়াদ চলে গেছে; তখন তো হইচই হয়নি। এখন কেন?


বিজ্ঞাপন