নিজস্ব প্রতিনিধি : রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া কর্তৃক নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।মুল্য তালিকা না থাকায়, অধিক মুল্যে পন্য বিক্রয় করা, ভাউচার সংরক্ষণ না করায় ০৫টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। ভোক্তা সাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার অনুরোধ জানানো হয়।
ধন্যবাদ সদর উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন নোয়াখালীকে ।
সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং সুধারাম মডেল পুলিশের একটি টিম।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

👁️ 1 News Views
