পাচারকালে উদ্ধার সাত শতাধিক পাখি অবমুক্ত

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ার ইটখোলা এলাকা থেকে দেশীয় তিন প্রজাতির (টিয়া, মুনিয়া ও ঘুঘু) ৭১০টি পাখি উদ্ধারসহ চারজনকে আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
উদ্ধার পাখিগুলোকে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এনে খাঁচা থেকে অবমুক্ত করা হয়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী দেশীয় বিপন্ন প্রজাতির পাখি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একটি সংঘবদ্ধ চক্র বগুড়া ও উপকূলীয় এলাকা থেকে নিয়ে এসে বেশকিছু দিন ধরে ব্যবসা করছে।
সারোয়ার আলম বলেন, এর আগেও আমরা বড় অপারেশন করেছি এবং বেশকিছু লোককে শাস্তির আওতায় আনা হয়েছে। এরপরও চক্রটি অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সংঘবদ্ধ চক্রটিকে ধরতে বনবিভাগ ও র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিপন্ন প্রজাতির প্রাণী যেখানেই বিক্রি হোক জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।


বিজ্ঞাপন