নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ এবং বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল ও সমাবেশ শুরু করেছে।
আওয়ামী লীগ কার্যালয়ের সামনের অংশে যুবলীগ কৃষক লীগ মহিলা শ্রমিক লীগ যুব মহিলা লীগ মহিলা লীগ শ্রমিকলীগ আলাদা আলাদা করে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। এসব কর্মসূচিতে বিপুল পরিমাণ নেতাকর্মী অংশ নিয়েছেন। লোকে লোকারণ্য হয়ে উঠছে রাজধানীর জিপিও বঙ্গবন্ধু অ্যাভিনিউ গুলিস্তান এলাকায়।

👁️ 7 News Views
