নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর নীহারিকা কনকর্ড টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তারা জানান, রাত ৯টা ৪০ মিনিটে কাকলি মোড়ের অদূরে নীহারিকা কনকর্ড টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ছুটে যায়। আধাঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বনানী থানার ওসি নুরে আজম জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

👁️ 6 News Views
